১।
রহে না স্মরণে  মম সেই মুখখানি
জড়ায়ে রেখেছে মোরে কোন অভিমানী।
আবছা  আলোতে মন খুঁজে ফিরে যায়,
আধো যেন চিনি তারে আধো চেনা দায়।

২।
রক্তজবা যাক ছুঁয়ে যাক
স্নিগ্ধ চপল গায়ে।
সন্ধ্যাকাশের সবটা আবীর
ওই রাঙা দুই পায়ে।