আর কোন অঙ্গীকার রঙ্গিন করবে না এই বসন্ত।
এই বসন্ত ধূসর, প্রতারিত, বিবর্ণতার বর্ণে আচ্ছাদিত ।
অঙ্গীকার পড়ে রয় সস্তা বুলি হয়ে, আবছায়া স্বপ্নের
শেষ সম্বল প্রাপ্তির হিসেব নিকেশে মুখ ঘুরিয়ে নেয় নিয়ত।
এই বসন্ত প্রতারনার তাই প্রতিবাদেরও।
আমাদের আকাঙ্ক্ষা সপ্ত-সিন্ধু নয়, ক্ষুদ্র শামুকের খোলসে
সঞ্চিত জলের মত। অথচ আজো তৃষিত রই ।
আমাদের কাছে বসন্তের কোন মানে নেই, কেবল
আরও একটি গড়িয়ে যাওয়া বছরেরই নিমিত্ত।
তাই দ্রোহ আমাদের নিত্য সহায়, স্রেফ লৌকিকতা নয়।
রক্তাক্ত বোধে ধার করা আদর্শে বার বার প্রতারিত আমরা।
আমাদের কবিতা আজ কারারুদ্ধ, স্বপ্ন তাই সিমাবদ্ধ ।
আমাদের শব্দের সর্বময় শুধু নিষিদ্ধতার লেবাস।
জানি প্রতীক্ষারত হয়তো নিয়মের উদ্যত বেয়োনেট
নয়তো গুপ্ত চাপাতির ধারালো ঝিলিক।
আমাদের কণ্ঠকে কেড়ে নিতে প্রস্তুত সবাই।
দ্রোহ তাই শুধু কবিতার অক্ষরে নয়, রক্তিম সূর্যের দীপ্তি হয়ে
ছড়িয়ে যাবে একুশের তারুন্যে, মুদি দোকানির চিটচিটে
হিসেবের খাতায়, কবির দৃপ্ত শব্দের ঝংকারে,কৃষকের লাঙ্গলের ফলায়
মধ্যবিত্তের নৈমিত্তিক যাপিত জীবনের টানাপড়েনে।
প্রত্যাশা অজস্র নয়, কেবল স্বাধীন হয়ে বাঁচবার।
মুক্ত স্বরের ঝংকার আর নিরাপদ কলমের ছোঁয়া ।
কবিতায় আবার উঠে আসুক –বসন্ত এসে গেছে।