তন্দ্রালু চোখের অবাধ্য ক্লান্তিকে প্রশ্রয় দিয়ে যখন ভারাক্রান্তির গাউন পরিধান করি, তখন চেতনার বেলাভূমি ডুবে যায় অন্ধকারের মেঘপুঞ্জে।
আহত চেতনার বক্ষফাটা হাহাকারে মুহুর্তেই নিজের অস্তিত্ব অন্বেষণে ব্যস্ত হই।
দর্পণে আমার প্রতিবিম্ব আর
স্যাঁতসেঁতে বাথরুমের নি:সংগ টাওয়ালের মাঝে পার্থক্য পাওয়া দায়।