দিগন্তে বিস্তৃত হোক ভালোবাসায় আবর্তিত কাব্যরা সব
প্রেমের শব্দাবলী দৃপ্ত আভায় সজীব হয়ে থাক বিশ্বময়।
তোমার ঘ্রানে তৃপ্ত হই, তোমার ছোঁয়ায় জীবন্ত হই
হাজার বছরের নিথর জড়তার অবসানে অনির্বাণ।
দীর্ঘশ্বাস ছিল যত হোকনা সে দীর্ঘ প্রেমের গল্প
অগণিত নিদ্রাহীন রজনী হতাশা নয়, যাপিত হোক
তোমার ঠোঁটের তৃপ্ত চুমোয়,অশান্ত কামনার উষ্ণ আলঙ্গনে।
সোনা রোদ গায়ে মেখে চড়া দুপুরেও এসো গেয়ে চলি
আমাদের গান, পাছে পড়ে থাক অভিমান সব হেলায়।
আলোহীন গোধূলিও প্রেম আছে বলে এতো কাব্যময়।
প্রেম ছড়িয়ে জাক মিছিলে মিছিলে,রণ দুন্দুভিনাদে।
বিরাগের যবনিকা হোক আজই প্রেমের পুণ্য আভায়।
আজ শুধু অনুরাগের অষ্টপ্রহর। অর্থ নয়, বিত্ত নয়
রাজনীতি নয়, প্রেম হোক সব চেয়ে দামি।
বেঁচে থাকার স্পৃহায় ছাপোষা জীবনে প্রেম হোক
প্রলেতারিয়েতের শেষ সম্বল। তাই তুমি আমি প্রামতুর আজি
অনুরাগের অষ্টপ্রহরে, ভালোবাসার গভীর দ্যোতনায়।