নিঃসাড় ম্রিয়মাণ সত্ত্বায় প্রেম কভু চাপা পড়ে
উদাসীন ক্লেদে, নিথর আবেগের জড়তায়।
অজস্র স্মৃতিময় বহতা সময় কড়া নাড়ে অগত্যা ,
ক্ষান্ত মনের নিভৃতে, অন্ধকারে তবু কে হাত বাড়ায়।
প্রেমহীন সময় আহত করেছে সেকালের বর্তমানকে ।
দুপুরের হলুদ রোদ কিংবা পড়ন্ত গোধূলির স্তব্ধতা
সব কিছুই কাব্যিক উপমায় ম্লান হয় সহসা,
পড়ে রয় নিকষ অন্ধকার, পরাজিত সময়ের সান্ত্বনা।
আমরা আর প্রদীপ্ত হইনা ভোরের আবির্ভাবে,
শৃঙ্খলিত সময়ের লাগাম টেনে নেয় সমাজপতি
দ্রোহ আর প্রেম ঠাই পায় কনডেম সেলে,
হন্তারক প্রথার শিকার হয়ে বিলীনের প্রতীক্ষায়।
ধুলোয় গড়ায় প্রেমিক ও বিপ্লবীর অপরাধী শিরস্ত্রাণগুলি
বসন্ত ঢেকে যায় অন্ধকারে, দ্রোহের অন্তিম অবসাদে।