হালের হাওয়া তাল বাজিয়ে
চলছে মহাকাল
দেখছি বিশ্ব দেখছি সমাজ
আমরা পঙ্গপাল ।
যুদ্ধ লাগুক লাগুক আগুন
আমরা আছি বেশ
কিসের জরা কিসের খরা
দেয় না নাড়া লেশ।
শান্তিকামী আমরা সবাই
মুখ বুজে সব সই
সময়টাকেই ভাগ্য ভেবে
নিত্য যে চুপ রই।
এই যে মানুষ মরছে কত
দগ্ধ অনল বিষে
আহা উহু মোর প্রতিবাদ
রক্ত স্রোতে মিশে।
লৌকিকতা জয়জয়কার
আমার তেজে বহে,
চোখ বুজে থাক, এই প্রতিবাদ
মোদের জন্য নহে।
লাঞ্ছিত হই, লুণ্ঠিত হই
মেনে নেই মোর ভাগ্য।
সান্ত্বনা হয়ে রয় যে বিলাপ
সহ্যই আরোগ্য।
পিঠ দেখানো রাস্তা ধরে
পরের দিনটি শুরু।
পত্রিকাতে চোখ ডুবিয়ে
কুঁচকানো থাকে ভুরু।
শান্তিপ্রিয় সুশীল মোরা
নিত্য কাটাই দিন।
মিছিল স্লোগান ইতিহাস হয়ে
হালের হাওয়ায় লীন।