কন্ঠ তো অনেক আগেই স্তব্ধ হয়েছে, বাকি আছে সুপ্ত বোধটুকু।
অব্যক্ত হলেও সযত্নে লালিত। ওটা নাইবা তোমার অধিকারে গেল,
অতটুকু আমারি থাক।বলার ক্ষমতা হারিয়েছি জানি।
ভাবার ক্ষমতাটা থাকুক। জানিতো আদর্শররা সবসময়
স্লোগান হতে পারে না, কিছু কিছু থেকে যায় অব্যক্ত কবিতা হয়ে
কবির বোধে, অনুভবে।
স্বপ্ন কেড়েছ অনুযোগ নেই, শৃঙ্খলে রুদ্ধ করেছো প্রতিটি প্রহর ।
ততটুকুও সময়ের ব্যবধানে সয়ে গেছে। মৌনতা টুকু আমার থাক।
স্বাধীনতাকে জানি স্পর্ধাই বলা চলে, ভিক্ষা হিসেবেই দাও।
মুক্তি নাইবা মিলল, নৈঃশব্দ্যের আলিঙ্গনে নিথর থাকবো ঢের।
জেনে রেখো বোধের অনুরণন জাগরণেরই পূর্বাভাস।
উত্তেজনার চরমে স্খলিত বীর্যের পর নির্মোহতা আসেই।
অথচ তোমার শোষণ ক্লান্তিহীন। আমার দহনও তাই অনির্বাণ।
প্রতীক্ষায় থাকুক আদর্শের উত্তর প্রজন্ম,
আমার রুদ্ধস্বর শ্লোগান হয়ে ধ্বনিত হবে আগামীর শব্দতরঙ্গে।
নিঃশেষ মেনে নিই আজকের পরাজয়,
প্রাপ্তির ভাড়ার শূন্য থাকুক, আমি কেবল বোধ নিয়েই বাঁচি।
আগামীর আগমনে প্রাপ্তির থলেটা জমিয়ে রাখতে হবে যে!
তুমিও হারবে একদিন।