কেবলই স্মৃতির প্রচ্ছদে জমা
নিথর মনের স্বাক্ষর,
পাছে গাঢ় কিছু শূন্যতা-
খাবার দোকানীর কাগজের মোড়কে
কবিতার জড় অক্ষর,
নাই বা পেল পূর্ণতা।
সীমার ওপাশে বহে
দুর্নিবার বেদনার ঢল,
নষ্ট হাহাকার বৃত্তান্ত!
স্মৃতি গুলো সব
আবেগ তাড়িত ছল
পরাজিত নিতান্ত।