তোমার স্পর্শ মিলবে বলে
কবিতারা সব প্রাণ নিয়ে আজ
ছন্দ খেয়ার পেলো নব সাজ
মুক্তির ডাক শব্দ দলে।
তোমার দেখা মিলবে আজি
শব্দরা তাই দৃপ্ত ছন্দে
প্রেমের কবিতা গড়ে আনন্দে
স্পর্ধিত প্রেমে কাব্যরাজী ।
তোমার কণ্ঠ শুনবো যে তাই
দ্রোহের সত্ত্বা আজকে আমার
কাব্যে কাব্যে হল একাকার
প্রেম আর দ্রোহে স্বপ্ন সাজাই ।
তোমার আলোয় দীপ্ত হবো
সব হাতে হাতে আলোর মশাল
বিক্ষত হল কুণ্ঠার জাল।
পরশে তোমার অম্লান রবো।