অন্ধকারের উদোম বক্ষে
আমি আর কিছু দুঃস্বপ্ন,
হাতড়ে হাতড়ে সীমাহীন বিকটতা
আর নৈরাশ্যের ভ্রুকুটি বিনা-
অবশিষ্ট শূন্য।
যেন মহাকাল সারথির প্রবল আলিঙ্গনে
আস্টে পিষ্টে আমি স্মৃতির গলিত নিথর কায়া,
অক্ষিকোটরে প্রবল ঝড় তুলে আজ
অশ্রু বৃষ্টি ব্যথার জন্ম দেয় প্রতিক্ষণ।
রাতের আকাশে নক্ষত্র নেই,
আছে অন্ধকারের ক্রুদ্ধতায় জেগে ওঠা
নৈশব্দের হাহাকার।
সবুজের সংঘাতে কালোর বিজয় নিশান।
আর লাল ক্ষতগুলোও অন্ধকারে,
স্বার্থের বিকট থাবায়,
অদৃশ্য গোঙ্গানিতে আর্তনাদ রত ।
অশরীরী প্রাণহীন তবু ভয়াল বিচরণ।
স্তব্ধ পরিপার্শ্ব-
অথচ একদা এক দুপুরে
সূর্যালোকের আশীর্বাদে
আলো জমেছিল চেতনায়,
বীরত্বে, অনুভূতিতে।
আজ পরাজয়ের ধ্বংসলীলায়
দুমড়ে মুচড়ে চেতনার সবুজ বেলাভূমি। .
অতীতের গায়ে জড়িয়ে যায় বিস্মৃতির ধুলো।
দুর্ভিক্ষ পীড়িত অস্থিচর্মসার স্বপ্নগুলো
কঙ্কাল হয়ে পড়ে থাকবে
প্রাণহীন কায়ার গহীনে।