আরও একটি বসন্তের পরে অর্বাচীন চেতনার রক্তিম আভায়
কিংবা মধ্যরাতের প্রকাণ্ড অন্ধকারের ভীরেও আলোর প্রতীক্ষা
যেন তেইশের তুমি আমি আর ক্যাফেটেরিয়া আর কবিতার পংক্তি
স্বপ্নের বৈভবে প্রেমমাখা চঞ্চল বিকেলের উম্মাদনায় তুমিময় টিএসসি।
জানি সময়ের অবাধ্য গতি জীবনের দীর্ঘ গল্পকে নিমেষেই কেবল
দশ মিনিটের স্মৃতি করে দেয়, কবিতার পংতি বা প্রেম সবই আজ
স্মৃতির প্রচ্ছদে নানা রঙে ভাসমান। সুখ-দুঃখ, প্রাপ্তি আর বিসর্জনে।
আরও একটি বসন্তের পরে কিছু অভিমান অনুরাগের পরশ পাবার আগেই
সময়ের অনন্ত গ্রন্থি থেকে ব্যথার নিঃসরণ!আঁকরে থাকে কিছু ভুলের গল্প।
নিকোটিনের প্রলেপে ঢাকা ফুসফুসের প্রকম্পনে সঙ্গ দেয় দীর্ঘশ্বাস।
জানি সে সময় জড়তার অবসানে দীর্ণ করত মলিনকে, অথচ আজ
সময়ের গায়ে জড়িয়ে আছে বছরান্তের ধুলি, মালিন্যের পঙ্কিল আস্তরণ।
এক একটি সকালের আবির্ভাব ,নবসুচনার আগমনী আলো নয় , বরং
আরও একটি অন্ধকারের পূর্বাভাস। তুমিময় কবিতা নয় বরং আজ
অন্য কোন বিছানায় অন্য শরীরের উষ্ণতায় কামনার তৃপ্ত শীৎকারে ,
সেই গোধূলির আবীর মাখা আকাশ আজো বিছিয়ে রাখে লাল আঁচল
প্রদীপ্ত সময়ে নতুনের আলিঙ্গনে। নতুন স্বপ্নের অপার ছন্দে, নতুন কবিতায় ।
পুরাতন আমি তখন পুড়ে অঙ্গার হই বিস্মৃতির দহনে, জড়িয়ে অভিমান।
আরও একটি বসন্তের পরে বাসন্তী উম্মাদনা তোমায় ছুঁয়ে যাক আবার।
নতুন কোন চরিত্র হও নতুন কোন প্রেমের কাব্যের, নতুন শব্দে শব্দে ।
নিমজ্জিত হই বিসর্জনের ছন্দে, কবিতার ব্যথাতুর অক্ষরে দুর্ভেদ্য কুয়াশা
স্থান করে নেয় চেতনায়, তাই নিষ্প্রাণ রই আরও এক বসন্তের পরে।