আবার রচিত হবে রক্তিম ইতিহাস রক্তাক্ত সময়ের অবসানে
হয়তো প্রেমিকের লাল খুনে, কবিদের আত্মাহুতিতে, বিপ্লবীর আত্মবলিদানে। ।
স্ট্রীটে স্ট্রীটে বিজয় মিছিল রণাঙ্গনের তূর্যধ্বনি হয়ে সুর তুলবে মুক্তির।
নির্জীব কবিতার অক্ষর গুলো আবছায়া সময়েও ছড়াতে থাকবে আলো,
অন্ধকারের ভিড়ে আলোর মশাল হয়ে দীপ্তি ছড়াবে আজকের উপেক্ষিত কবিতারা ।
কবির কলম রক্ত নয়, সময়ের জরায়ু ফুঁড়ে ভূমিষ্ঠ করতে পারে পরিবর্তনকে,
কবি নিজে হোক রক্তাক্ত, কবিদের রক্তাক্ত হতে হয়, কবিদের রক্তেই প্রাণ পায়
তার কবিতার অক্ষর গুলো, উপলব্ধিতে বেঁচে থাকে তার রক্তিম চেতনা ।
জানি আবার অন্ধ সময়ের বুক চিড়ে বেড়িয়ে রক্ত গোলাপ। প্রেমিকের তাজা রক্তে
তপ্ত দুপুর নিমেষেই লাল আবীর মাখা আকাশ নিয়ে হয়ে যাবে নির্মল বিকেল।
দ্রোহের শব্দ, প্রেমের শব্দ আর অচ্ছুৎ নয়, গোপন, অশ্রাব্য কিংবা নিষিদ্ধ নয়
বুলেটের বারুদ উত্তাপ হিম হয়ে যাবে, গাঢ় সন্ধ্যায় প্রেমিকার তৃপ্ত চুম্বনে ।
আবার রচিত হবে ইতিহাস, প্রেমের, বিজয়ের, বিপ্লবের। জ্যোৎস্নারা তখন
স্নাত করবে অন্ধকারের কালো প্রকোষ্ঠকে। যেন সহস্ত্র রাত্রির তিমির মৌনতা
স্তব্ধতা ভেঙ্গে প্রেমের কবিতা পড়বে। ডিসেম্বরের শীতে উষ্ণ হবে নতুন প্রেমিকেরা
প্রেমিকার উষ্ণ আলিঙ্গনে, কবিদের দৃপ্ত শব্দের অহংকারে, বিপ্লবীর মুক্তির অনুদানে।
কবিরা তখন নতুন শব্দে ছন্দের অলঙ্কার পরাবে বিজয়ের কবিতায়।বিজয়ের ধ্বনিতে
বিপ্লবীরাও নতুন কোন ভোরে জেগে উঠবে অনির্বাণ সাম্যের উৎকণ্ঠিত প্রেরণায়।