বাতাসে আজো লাশের গন্ধ,
মূর্খ মোদের তবু আনন্দ!!
মৃত্যু মিছিল, হিংস্র দ্বন্দ্ব
আয়েশি মোরা নেই তো মন্দ।
হাহাকার যেন নিত্য  ছন্দ
থাক চেতনার দ্বারটি বন্ধ।