থাকলে টাকা বাড়বে বড়াই
কথায় কথায় ঠাট মেরে যাই
সবটা আমার হবে।

অর্থবিত্ত মানেই যে সব
অহংকারের জোর কলরব
বিত্ত মাঝে যবে।

টাকার জোরে প্রাপ্তি এলে
জগতটাকে মুঠোয় পেলে-
সালাম ঠুকোয় সবে ।

সব কি তবু টাকায় মেলে
টাকার জোরে সবতো পেলে
কিছু আছে বাকি ভবে।

প্রেম তো কভু মেলেনা বিত্তে
যদি না সে কড়া নাড়ে এ চিত্তে
জেনে রেখো সখা তবে ।



## মেধাবী কবি তাওহীদ তালুকদারের "টাকা" কবিতার অনুস্মরণে ...