অসীম অন্ধকারের অতল গহীনে শুনি নিঝুম নিরবতার অনন্ত সুর
পরে আছে অজানায় তাজা গোলাপের তৃপ্ত সুবাস, নির্জল পাপড়ি আজ।
মৃত কবিতার অক্ষরগুলোতে আজ সময়ের কীট । বিগলিত শবের মত
এবড়ো খেবড়ো থেবড়ানো বীভৎসতা বাড়ে অন্ধকারের বিকট আলিঙ্গনে।
তুমি অপেক্ষায় থেকো, হাতে নিয়ে গরম কফির পেয়ালা, নীল শাড়িতে
প্রাঞ্জন থেকো উদাস বিকেলের নির্মল ভাললাগায়, বারান্দায় ইজি চেয়ারে।
আমার কবিতারা পরে থাকুক নিথর জড় কুঁচকানো কাগজের বুকে।
স্বপ্ন এঁকো অনিমেষ, নিরালায় অন্য কোন শার্টের বোতামে নাক গুঁজে,
অন্য কোন পুরুষালী ঘ্রাণের মাতাল উষ্ণতায়। আদিম প্রেমের উল্লাসে-
অবিরাম ঝড় তুলে অসহায় বিছানায়,নিশ্চয়তার নিশ্চিন্ত নির্ভার সত্ত্বায় ।
অশরীরী অস্পৃশ্যতায় বিলীন হই আমি কখনো ঘৃণায়, কখনো হেলায়
কখনবা অনুতাপের শীতল অনুরাগে অথবা বিবর্ণ বিস্মৃতির কোলে লীন।
সকালের তাজা গোলাপ নতুন করে প্রাণ পাক তোমার নতুন স্পর্শে,
হয়তো আমিও তোমায় ছুঁয়ে যাব গুড়ি গুড়ি বৃষ্টির বিরক্তি হয়ে, হেলায়
তুমিও আবার নিজেকে গুঁটিয়ে নিয়ে আদ্র হবে অন্য শরীরের উত্তাপে।
অন্ধকারের তিমির আবরণে আমার কবিতাও আমার মত অতীত।
শব্দ গুলো প্রেমহীন হারিয়ে যাক বিবর্ণতার রঙে, নিথর শূন্যতায়।