ভুলেছে পথ আজ তার স্বকিয় কায়া
নিরুদ্দেশ যাত্রায় আজি সে অবিরাম,
কোন এক শেষ চিঠি সেই নীল খাম
তাই সে বয়ে চলে ভুলে সব মায়া।
কবেকার সেই প্রেম সেই অরুণিমা
কত প্রেম কত স্মৃতি কত অভিমান
দিগন্তের শূন্য নীলে নিঃশব্দের তান
বিচ্ছেদে আঁকা আজ আমাদের সীমা।
সেই চকিত চাহনি আর অমলিন হাসি
কবিতায় কবেই নিয়েছে স্থান তার স্মৃতি
প্রেমাতুর সেই স্পর্শে আজি যাতনার স্ফীতি
সময় গিয়েছে চলে তবু আজো ভালবাসি।