অনাহূত আগামীর গাত্রবর্ণ ক্রমশ ধূসর আজ
দীর্ঘশ্বাসের অনিমেষ দহনে।
কখন আসবে উদ্ভাসিত প্রাণের কল্লোলে
প্রত্যাশিত সুন্দর আগামী!
আসবে কি আর?
কবিতার অক্ষরের মত প্রিয়
তোমার সেই ছোঁয়া ।
বর্ষার বৃষ্টির মত সিক্ত সজীব মন?
নাকি চেতনার হতাশ পৌনঃপুনিকে
ফিকে হবে সব, অস্ফুট বেদনায় ।
হয়তো মিলবে দেখা
অসমাপ্ত কোন আহত সময়ের
যাতনাঘোর মোহনায় ।
হয়তো জমবে স্মৃতি চায়ের পেয়ালায়
অথবা দেয়ালে টাঙ্গানো একটি ছবিকে ঘিরে।
তবু বাজবে কেবল
অমানিশার অশ্রুত সুর।