দূর
দূরান্তে
সুখ স্বপ্নে
দূর দিগন্তে
তুমি আমি যত্নে
গড়ি প্রেম-ভুবন
ছন্দে আনন্দে যে প্রেম
ভাসে দুটি আবেগি মন  
শত কাব্য নিমেষেই আজি
হল যে প্রেমের সঙ্গীত রাজি
প্রেরণার ঢল বহে  তনু মনে
উষ্ণ হই তোমার স্পর্শ-যাতনায়
মৌমাতাল ছন্দে হিয়া মম দুলে যায়।
অনিমেষ পূর্ণ হই প্রেমে-অবগাহনে ।



###কবি হাসান ইমতির অনুপ্রেরণায় একটি "অবরোহী পঞ্চদশ" লেখার চেষ্টা করলাম। খুব কঠিন একটা কাজ। জানিনা হল কিনা!!