"জনৈক কবি ২০/০৫/২০১৫
ছন্দহীন গদ্য কবিতা
উত্তর দিন
কৌশিক আজাদ প্রণয় ২০/০৫/২০১৫
মোটেই ছন্দহীন হয় কবি, এটা অম্রিতাক্ষর ছন্দে লেখা কবিতা। বলতে পারেন অন্ত্যমিলহীন কবিতা। মন্তব্যের জন্য ধন্যবাদ জানুন। শুভেচ্ছা।
উত্তর দিন
জনৈক কবি ২০/০৫/২০১৫
নিজের ঢাক নিজে পেটালে
আমরা আর কি মন্তব্য করব
আহত হবেননা কবি
উত্তর দিন মুছে ফেলুন "
আমার কোন একটি কবিতায় এটি একজন কবির সাথে আমার মন্তব্যের উত্তর প্রত্যুত্তর । যেহেতু আসরে বর্তমান সময়ে ছন্দ নিয়ে আলোচনা হচ্ছে । আর অন্ত্যমিল বিহীন কোন কবিতাকে আমরা প্রায়ই ছন্দহীন কবিতা বলে ভুল করি। আমার যেই কবিতায় এই মন্তব্যটি হয়েছে সেটি নিঃসন্দেহে ১০-১২ মাত্রার বেশি আর একটি অমৃতাক্ষর ছন্দে লেখা কবিতা। সেই মতটি প্রকাশ করে আমি কিভাবে নিজের ঢোল/ঢাক নিজে পেটালাম সেটি বোধগম্য হল না।
অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কবি মন্তব্যও ছুরলেন আবার বললেনও যেন আহত না হই। বিষয়টা থিক এরূপ যে কেউ আমার মাথায় ঢিল ছুঁড়বে আবার বলে দেবে অনুগ্রহপূর্বক আমি যেন আর্তনাদ না করি। বেশ বেশ।
আমরা কবি, কবিরা সত্যের সাধক, সুন্দরের কিষাণ, আলোর পথের স্রস্টা। আমরা যদি রুচিশীল মন্তব্য দেখে দূরে থাকি তবে কবিসত্তা স্রেফ কাগুজে কিছু বিভ্রান্ত শব্দেই আবদ্ধ থাকে। বিস্তৃত উদার ভাবে মূর্তমান হয় না।
আসরে এই ধরনের মানসিকতার অবসান হওয়া উচিত। আজ এই আচরণে চূড়ান্ত হতাশ হলাম।