হরষিত হৃদে বিকশিত আভা
রঙিন করুক বসুন্ধরা
চিত্ত তোমার নিত্য সুখের
আনুক প্রেমের অমিয়ধারা।

প্রেমের ছন্দে হেমের রঙে
হেসে যাও তুমি অনাবিল
অবারিত প্রেম মুখরিত ধরা
স্নিগ্ধ পরশে ঝিলমিল ।  

মলিন সব আজ বিলীন হয়ে
নবসৃষ্টির জয়গান।
চঞ্চল তুমি ঝলমল সদা
অবিনাশী সুর কলতান।


(মাত্রাবৃত্ত ছন্দ)