তোমার ছোঁয়ায় উষ্ণতা পাই
হৃদয় তোলে কাঁপন
তোমার প্রেমে কাব্য খেয়ায়
উত্তাল ঝড়ো প্লাবন।
অভিমানে যবে আড়ষ্ট হও
চূর্ণ হয় চিত্ত
চাহনিতে কভু পেলে অনুরাগ
হৃদয় করে নৃত্য ।
চাহনি তোমার তীক্ষ্ণ ধারে
প্রাণেতে লাগায় চোট
তোমার হাজারো হেলায় আমি
নিয়ত ওলট পালট।
তোমায় নিয়ে তবুও গড়ি
শত শত প্রেম কাব্য।
বিরাগভাজন হই তবুও
তোমায় নিয়েই ভাবব।