নিজের কবিতা পোস্ট দেয়ার পাশাপাশি অন্যদের কবিতা না পড়লে কি কোন স্বাদ পাওয়া যায়? কবি শুধু কবিতা লিখেনই না, পড়েন ও। আমরা আসরের অনেক কবিকে দেখি (নাম মেনসন করছি না) যারা নিজেদের কবিতা নিয়মিতই পোস্ট করেন তবে অন্যদের লেখায় তাদের কোন মন্তব্য খুঁজে পাওয়া যায় না। এটা অবশ্যই একটা অগ্রহণযোগ্য বিষয়। এডমিনের দৃষ্টি আকর্ষণ করছি, একটা পোস্ট দিতে হলে অন্তত দশটা কবিতায় গঠনমূলক ও রুচিশীল মন্তব্য করার নিয়ম চালু হোক। এতে নিজের লেখায়ও সমৃদ্ধি আসবে। আমি দশটা কবিতার কথা উদাহরণ হিসেবে বলেছি, তবে আমার মনে হয় অ্যাডমিন বিষয়টা নিয়ে ভেবে দেখতে পারেন। তারুন্যের ব্লগের মতো মন্তব্য বাধ্যতামূলক হওয়া উচিত, এমনকি যারা আসরে নিয়মিত লগইন করবে অথচ মন্তব্য করবে না তাদের সদস্যতাও সাময়িক স্থগিত করা উচিত। আর মন্তব্য প্রদানের ক্ষেত্রে বাধ্যতামূলক ন্যুনতম ১৫ শব্দ সংখ্যার পরিধি থাকাটাও আমার মনে হয় জুরুরি। তাহলে অন্তত 'বাহ', 'বেশ', 'সুন্দর', 'ভাল', 'সুন্দর ভাবনা' মন্তব্য গুলো কমে এসে মন্তব্যের যথাযথতা বৃদ্ধি পাবে।
আলোচনাটি ৯৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ৩০/০৪/২০১৫, ০১:১৬ মি: