জাহাঙ্গীরনগর
যেন উদাস দুপুর, চায়ের কাপে
আড্ডাতে সব মুখর।

জাহাঙ্গীরনগর
নির্ঘুম রাত, হল ল্যান্ড ফোনে
শুভ্র আলোর ভোর।

জাহাঙ্গীরনগর
শত শত সব প্রেমের কবিতা
প্রেমের উষ্ণ প্রহর।

জাহাঙ্গীরনগর
বিপ্লবী গানে মুখরিত সদা
চৌরঙ্গীর প্রান্তর।

জাহাঙ্গীরনগর
যেন অভিমান মাখা মৌন বিকেল
নিকোটিন বুকে বিভোর।

জাহাঙ্গীরনগর
শ্লোগানে শ্লোগানে প্রান্তিক গেট,
দৃপ্ত মেহের চত্তর।

জাহাঙ্গীরনগর
মননের ডাকে, মুক্ত মঞ্চে  
কাব্যের সুরলহর।

জাহাঙ্গীরনগর
দ্রোহী সত্ত্বায় চির প্রতিবাদী
রুদ্র কণ্ঠস্বর।