গলছে পীচ অনর্গল, মধ্য দুপুরের ঢাকা
যেন মাথায় বইছে বোঝা আগুনের ফুলকি
মানুষ ছুটছে অবিরাম ছাপোষা নেশায় তবু,
ঘাম আর ক্লান্তির পরিপূর্ণ সখ্যতাময় সঙ্গ।
জানি সে ঢাকার রাজপথে মিছিলে মিছিলে
এখনো সুর তোলে স্বাধিকার, মুহূর্তেই ম্লান
যবে অবহেলার ভ্রুকুটিতে যায় শ্লোগানের স্বর।
ব্যস্ত শহর ঢাকা, তাই ব্যস্ত সব অলি-গলি,
ব্যস্ত পাড়ার রক, স্ট্রিট। ব্যস্ত ছুটন্ত জনতা।
মিছিল গর্জায়, তবু যেন প্রাণহীন, বোধহীন ।
বইছে রিকশার স্রোত, পাজেরো, মার্সিডিসের
হুস হুস গতি, পাশ কেটে যাওয়া সিগারেট-অ্যাশ
তপ্ত ফুটপাথে তবু রক্তলাল কৃষ্ণচূড়ার আল্পনা।
ঢাকার মধ্যদুপুর, যেন অনিমেষ হকারের দাম
হেকে যাওয়া, বড় বড় সোরুমে শোভিত বিলাস।
ঝোলা ব্যাগ হাতে কবি- এক একটি রুদ্র কাব্য।
ছন্দরা সব প্রাণহীন মিছে, কবিতার শব্দরা সব
হারিয়ে যাওয়া অক্ষর। ব্যস্তসময়ের হেলা।