সময়
সেতো নিরন্তর
বিদগ্ধ অন্তর
অনন্ত বিষাদময়।


জীবন
আঁধারের বুকে সে
কেঁদে কেঁদে অবশেষে
বেদনার প্রতিক্ষণ।


হাসি
গিয়েছে হারিয়ে কবে
দুহাত বাড়ায়ে যবে
যাতনা অবিনাশী।

স্বপ্ন
নেই তো সে হায়
কভু কোন তাড়নায়
অভিশপ্ত সব লগ্ন।