মনোহর তব রূপ ঝলকানি
দেখিয়া জুড়াই চিত্ত খানি
বিছায়ে কোমল প্রেমের আঁচল
দিয়াছ মহতী প্রেরণার ঢল।
যুগে যুগে কভু শক্তি তুমি
কভু রয়ে আছো মোহিনী
মাতা যবে,তব পদ চুমি
কভু প্রেমে হৃদ- হরিণী ।
শত সহস্র বিজয় গাথায়
তুমি ছিলে শত বীর প্রেরণায়
তবুও কখনো পেয়ে লাঞ্ছনা
বয়ে নিয়ে শত প্রবঞ্চনা।
মহা মায়া তুমি, তুমি নন্দিনী
কালের কাড়ায় বন্দিনী
দর্প তোমার সৃষ্টি মাঝে
তবু হারাও আঁধার ভাজে।
সৃষ্টিতে তুমি অতুলনীয়া
সত্ত্বা অনির্বাণ।
তন্দ্রাহরণী তুমি হে প্রিয়া
কখনো কপট অভিমান।
স্বপ্ন তুমি তুমি আলো ছায়া
যুগে যুগে তুমি বিলায়েছ মায়া
তবুও হাজারো সংস্কার গ্রাসে
দংশিত হও বিষাদের ত্রাসে।