পাথুরে শহরের উঁচু উঁচু ইমারতের ভিড়ে
রাতের আবেশ মেখে চাঁদ নয়,দাপট দেখায়
নিয়ন আলো কিংবা লাল-নীল বিলাসিতার ফানুস
মাঝে মাঝে মুখ থুবড়ে হোঁচট খায় ছাইরঙ্গা
পীচ গলা রাস্তায়- নির্ঘুম ছায়া আর ছোট ছোট স্বপ্ন।

হাজারো লোকারণ্যেও ঢের দাড়িয়ে থাকা কৃষ্ণচূড়াটির
মতো নিষ্প্রভ একাকি লাগে, যেন এক একটি বসন্ত
উন্মমাদনার নয় যেন বর্ণহীন সময়ের আনাগোনা।
ঝোলা ব্যাগে কাব্য পরে আছে নিথর,কালের ধুলোয়
মলিন পাণ্ডুলিপির দরিদ্র বুকে। ছন্দরাও তাই
ধ্বনিত নয়, রুদ্ধ। উৎসবের মুখরতায় আমার কবিতা
মনোরম মলাটে অলংকৃত হয়ে শিল্পের স্বীকৃতি পায়নি।

রাতের ল্যাম্পপোস্টের মতো অবহেলায় জড় আজ
আমার কবিতা। শহুরে বোধেও আজ কাব্য নয়,
সদর্পে জায়গা করে নেয় স্বার্থের লাভ লোকসান।  

শত শত পিশাচের অট্ট হাসি ধ্বনিত হয়
এখানে ওখানে সবখানে। একুশ এখানে শোক নয়
উৎসবের বর্ণীল আয়োজন। শিল্প এখানে  ড্রয়িং রুমে
সাজানো দামী অ্যাশট্রের মতো ফ্যাশন অথবা বুক শেল্ফে
ফারনিশ ম্যাচিং। কবিতা তবু স্বাধীনতায় মানবতার কথা
বললে নিমেশেই কবি সামাজিক রক্ত চক্ষুর রোষানলে
বনে যায় মুরতাদ। চাপাতির আঘাতে রক্তাক্ত হয় কলম।

পাথুরে শহর নির্বিকারে আবারো হুল্লোড় করে যায়,
বোধের রোদন চাপা পরে উঁচু উঁচু ইমারতের ভিড়ে।