গাঢ় সিগারেটের ধোঁয়া
চারপাশ মৌনতা আর স্থবিরতায় ছয়লাব
প্রাণের উন্মাদনায় বিভোর স্বপ্নগুলো
নিষ্প্রাণের আলিঙ্গনে বাস্তব
স্থির সিলিং ফ্যানের গায়ে
জমে ওঠা ধুলো-
বুকশেলফের বুকে ক্রমশ বেড়ে ওঠা
মাকড়শার ঝুল
মেঝের উপর ছেঁড়া কাগজের স্তুপ
যেথায় সুপ্ত-
হাজার বর্ণের সমন্বয়ে জন্ম নেয়া
ভালোবাসার ছবি- কবিতাবলি।
ম্রিয়মাণ সব
ক্লেদাক্ত পাপস, ছাইয়ে ভরা অ্যাশট্রে
আর
পরাজয়ের বিদগ্ধ কিছু ক্ষতসমেত
একটি হৃদয়
একটি ভুবন।