সঞ্চিত কথায়
কুঞ্চিত ব্যথায়
আজো তরি বায়
স্মৃতির মোহনায়,
বেদনার শিল্পিত আঙিনায়...