কখনো কোনো রাত্রির অবসাদে
নিথর নিষ্প্রাণ পিচ ঢালা রাস্তায়
ছায়াটি যখন মুখ থুবড়ে পরে,
শত শত বঞ্চিতের ক্লান্ত ঘুমন্ত দেহগুলো
জেগে ওঠে আড়ষ্ট অনুযোগে
আমার ছায়াটি তখন অপরাধবোধের দুর্নিবার
প্রশ্নবোধকে থমকে যায়,আত্মদহন।
তবে কি সেই শ্লোগান আর আদর্শের বিপ্লবের দিনগুলি
শুধুই লৌকিকতা আর পুঁজিবাদের মুখোশ ?
জাগরনের বার্তা কি শুধুই
মিথ্যা প্রগতির বানী আর আত্মঅহমিকা!
তবে আজ কেন বঞ্চিতের ঘামের গন্ধে
লোক দেখান সভ্যতার রুমালে নাক চেপে ধরি।
একদিন যে সাম্যের স্বপ্নে মিছিলে মিছিলে
কবিতার প্রতিটি অক্ষরে ছিল বিপ্লবের বীজ
আজ সময়ের অভিশাপে লজ্জায়
হীন কায়ার ছায়া টি মুখ থুবড়ে পরা নির্বাক।
ভোরের আলো জেগে উঠতে সামান্য বাকি
আবারো ভ্রান্তির কোলে আত্মসমর্পণ
কাক-দৃষ্টি আর এড়িয়ে যাওয়া দায়ভার-
"অপূর্ণতা না থাকলে পূর্ণতার কি মানে?"
আবারো সেই বঞ্চিতের ঘামে পৃথিবী প্রসব করবে
নতুন সভ্যতা, আবার পুঁজিবাদের ব্যস্ত কোলাহল
যাতে আবার বিলীন বঞ্চিতের অস্ফুটো আর্তনাদ।