দুঃস্বপ্নের দঙ্গল মাতমে আগুন জ্বলছে চিত্তে
কায়াহীন যাতনায় আজি পিষ্ট মধ্যবিত্তে
শঙ্কা যেন দমকা যাওয়ায় ঘা মেরে যায় প্রাণে
লজ্জা সেথায় শেষ সম্বল, কুণ্ঠিত অভিমানে।
সুবিধাবাদের কালিমাতে তার ছাপোষা জীবন বহে
নেই মিছিলে প্রতিবাদে নেই, নেই কভু বিদ্রোহে।
নাগরিক সব ব্যস্ততা শেষে ঘুমে মুখ গুঁজে রেখে
সয়ে যাওয়া সব গ্লানির ঝঞ্ঝা অনিমেষ গায়ে মেখে।
তবু দিন দিন চাহিদা বাড়ে, মূল্যস্ফীতি ও বাড়ে
মাসিক মাইনে ফুরিয়ে আধায়, বাকি আধা চলে ধারে।
তবু সে লজ্জায় দাড়াতে না পায় অন্য কারো দ্বারে।
রেশন লাইনটি পাশ কেটে গিয়ে যেতে হয় বাজারে।
কখনো বা সে শান্তিপ্রিয়, পত্রিকাতে চোখ,
চায়ের কাপে রাজার নীতির বড় সমালোচক।
তবুও যখন ঝঞ্ঝা এসে আঘাত হানে জীবনে
সান্ত্বনা খোঁজে মধ্যবিত্ত স্ট্যাটাসটা নিয়ে মনে।
জীবিকার টানে ছুটছে অফিস, সাতে পাঁচে নেই কারো
ঢাকা মেডিকেল বার্ন ইউনিট পিছু ছারেনি তারো।