রাত্রির সীমাহীন বিরুদ্ধতা
স্বপ্নভুক পিশাচের অবাধ চরাচর।
এখানে বাতাসে শ্রমিকের মৃত শরীরের গন্ধ
এখানে ঈশ্বরের চোখে পরাজিতের গ্লানি,
মুক্তির প্রতীক্ষায় ধরা।
জেগে ওঠেনা আর বিপ্লবের ক্লান্ত কায়া
চোখ মেলে দেখি মুক্তির সমাধি
আবহে বাজে শোষিতের আর্তনাদ
রক্ত ঘামে উর্বর ওই পুঁজিবাদের পদতল।।