নতুন বছর – নতুনের সুর তোলা
নতুন বছর উল্লাসে পথ ভোলা।
নতুন বছর- সপ্ত বর্ণে বর্ণীল
নতুন বছর- হাসির মাতম অনাবিল।
নতুন বছর আশার প্রদীপ জ্বলা
নতুন বছর- প্রেমের কাব্য বলা।
নতুন বছর- দ্রোহের দৃপ্ত শ্লোগান
নতুন বছর- বিপ্লবেরই জয়গান।
নতুন বছর- চাপা পড়া কিছু অভিমান
নতুন বছর- স্মৃতিতে কিছু চেনা গান
নতুন বছর- শীতল বিরাগের অবসান
নতুন বছর- উষ্ণ চুমুতে নির্বাণ ।