জেগে ওঠো আজ মানব সমাজ, জেগে ওঠো সব প্রাণ
৭১ এর ঘাতক দালাল হোক তার অবসান।
আজ প্রজন্ম চত্বরে
জেগেছে তরুন কত্তরে-
শত কবিতার শব্দাবলী হয়েছে অঙ্গীকার।
মুক্তির সুর রাঙিয়ে এবার বাজবে আজ গীটার।
তুই রাজাকার, তুই রাজাকার।
বাংলা ছাড়। বাংলা ছাড়।
শ্লোগান , মিছিল আর গণসংগীতে
জেগে ওঠো অপশক্তির বিপরীতে
শত বাঙ্গালীর রক্ত দানে ক্রিত এ স্বাধীনতা
নর পিশাচের ফাঁসির দাবীতে জাগ্রত জনতা।
লাল সবুজের পতাকা আজ চেতনা আমার
রক্ত দিয়ে রাখবো যে মান অর্জিত স্বাধীনতার...
তুই রাজাকার, তুই রাজাকার।
বাংলা ছাড়। বাংলা ছাড়।