আমরা স্বপ্ন দেখে ক্লান্ত হইনা
হই বিভ্রান্ত, প্রতিনিয়ত দণ্ডিত হই।
আমাদের স্বপ্ন চারন ভূমিতে সবুজ ঘাসের নয়,
পোড়া বারুদের বিকট গন্ধ, কল্পলোকের খেয়ায়
আজ দুর্নিবার আকাঙ্ক্ষা নয়,
আঘাত হানে নিবীর্যের লজ্জা।
আমাদের দ্রোহ তাই রক্তিম নয়, রক্তাক্ত
আমাদের বিজয়ের উল্লাস তাই ভ্রান্তির কুহকে
প্রতিধ্বনিত। বৈষম্য আমাদের অদৃষ্টের অলঙ্কার।
সহসা প্রতিবাদী গান, মুক্তির শ্লোগান
ইতিহাসের ঘূর্ণিপাকে জীবন্ত হয় বারবার।
মুক্তি মেলে না, স্রেফ শোষকের হাতবদল।
এই মাটি আমাদেরই রক্ত ঘামে উর্বর,
এই সমাজ আমাদেরই সম্ভ্রম বিসর্জনে বলীয়ান।
এ শহরের রাজপথের প্রতিটি আঙিনা
আমাদেরই দৃপ্ত মিছিলের দম্ভে সরগরম।
এই দেশের কৃষ্ণচুড়া আমাদেরই বুকের তাজা
খুন মেখে রক্তিম লাল; এখানে ভোরের সূর্য
আমাদের রক্ত মাখা চেতনা।
বিজয় আমাদের কাছে আজ ক্যালেন্ডারে মাপা
২৪ ঘণ্টার উৎসব আয়োজনের লৌকিকতা।
জাতীয় পতাকার লাল সবুজ আজ চেতনায় নয়,
পত পত উড়ছে দামী গাড়ির সম্মুখে স্রেফ।
স্বপ্নের রঙ সবুজ হলেই ইতিহাসের কালো মেঘের মতো
লাঠিচার্জ আর কাঁদুনে গ্যাস তা ধূসর করে দেয়।
সংগ্রামের পথ ধরে আবার স্বপ্ন দেখি আমরা,
ক্লান্ত হইনা। বিভ্রান্ত হই, দণ্ডিত হই বারংবার।