বাড়ছে এ প্লাস বাড়ছে যে পাশ
মানের আজ কি দরকার।
অধিক পাশই প্রকৃত মান
এই ব্রততে সরকার।
সৃজনশীল এ শিক্ষালয়ে
সনদটিই যে মুখ্য
জ্ঞানের আজ কি দরকার
থাকনা জাতি মূর্খ।
প্রশ্নফাঁস হোক তাতে কি
এ প্লাস তো বাড়ছেই
অধিক পাশের দেশ মোরা আজ
জাতি নাম কামাচ্ছেই।
ভর্তিযুদ্ধে নাই কভু মান
ফেলটা যে ভুরি ভুরি
“ভর্তি পরীক্ষায় আছে যে ত্রুটি”
মন্ত্রীর সুড়সুড়ি।
বিদ্যাশূন্য এ প্লাস আজ
বাড়ছে কি মান শিক্ষার!
পাশে ভরপুর শিক্ষিত জাতির
আগামীটা পাবে ধিক্কার।