শুরুটি-

গাইছো শত গান গো তুমি
লিখছো কবিতা
তবু মোহিনীর নেই ভ্রূক্ষেপ
বৃথাই সবই তা।


শেষটি-

উষ্ণ স্পর্শে হাজারো বর্ষে
করিলে আমারে পূর্ণ,
প্রেমের ঢলে ভাসলো যে প্রাণ
বিষাদ নিমেষে চূর্ণ