ইদানিং আসরে এমন কিছু লেখা পড়ছি তাতে স্পষ্ট যে বিভিন্ন কবিদের মধ্যে মন্তব্যের মাধ্যমে শীতল বিরাগ ছড়িয়ে পড়ছে। আমার মনে হয় কবিতায় মন্তব্য করার সময় কবিকে নিয়ে আলোচনা না করে তার সৃষ্টি ও সৃষ্টির বোধ নিয়ে কথা হলেই এমনটা আর হয় না। আর মন্তব্য করা এবং সেটার উত্তর দেয়া নিয়ে সবারই একটু সচেতন হওয়া প্রাসঙ্গিক।
এমন একটি মন্তব্য ছুঁড়ে দিলাম যার সাথে মূল লেখার কোনো সম্পর্ক নেই, মন্তব্যের উত্তরে তার ব্যাখ্যা চাইলে আবার নিশ্চুপ।আমি উদাহরণে যাবো না। একটু লক্ষ্য করলে দেখবেন যে অনেক কবিই এমন অপরিণামদর্শী আঁতে ঘা লাগা কিছু মন্তব্য করে থাকেন যা ঠিক কবিতার সমালোচনা নিয়ে নয় বরং কবিকে অপ্রস্তুত করে। আসরে আমরা কেউ তেমন কারো সঙ্গে পরিচিত নই। আমাদের যতটুকু পরিচিতি সেটা কাব্য পাঠ, মন্তব্য আর উত্তরে গড়ে ওঠা হৃদ্যতার মাধ্যমে।
তাই আমাদের মন্তব্যে ইতিবাচকতা ও গঠনমূলক দৃষ্টিভঙ্গী আবশ্যক। সেই সাথে ব্যক্তিগত আক্রমণকে পুরোপুরি বর্জন করা উচিৎ। উত্তরেও সহনশীলতা অনুশীলন করা অত্যন্ত জুরুরি। কবিদের সাথে কবিদের সম্পর্ক কবিতার মতই গভীর হোক, কবিতার মতই সুন্দর হোক।