তেমনি তাহারে চেয়েছিনু
যেমনি তোমারে পাবার আকাঙ্ক্ষা
তাহারে পাইলাম
সমাধি মম সিক্ত নারী তব অশ্রুজলে
স্পর্শ নয়, প্রেম নয়, করুনা নয়,
এমনকি বৃথা সান্ত্বনাও নয়।
না নারীসুলভ ছলনাও নয়।
পাইলাম তব অশ্রুভেজা পুষ্পমাল্য।
যখন হৃদয়ে স্পন্দন ছিল,
যাতনা ছিল, ছিল প্রগাঢ় অভিমান
মেলেনিকো কভু ক্ষণিক ভ্রান্তিতে
তব অস্ফুট আহ্বান।
অতঃপর প্রাণহীন- কায়াহীন সত্তায়
অন্তিম অনুভবে পাইলাম
তোমার কায়াময় উপস্থিতি আর
ক্রন্দন হাহাকার।