দ্রোহই আমার গল্প আজি,
দ্রোহই প্রণোদনা-
দ্রোহের কায়ায় তোমার আমার
প্রেমের স্বপ্ন বোনা।
দ্রোহের বুকে খুঁজে ফিরি
মুক্তি তানের ছন্দ,
দ্রোহের উত্তাপ ঝলসে দিক আজ
অহংবোধের স্কন্ধ।
দ্রোহের স্রোতে এক হয়ে যাক
রাম-রহিম এর অন্তর
দ্রোহের ভেলায় তোমার বুকে
ভাসুক প্রেম নিরন্তর।