কবেকার ধুলোমাখা পুরনো পাণ্ডুলিপি
মলিন এস্ট্রে, ঝুলে ভরা কয়েকটা চিঠি,
একটা পুরনো ছবি, সেই পুরনো হাসি।
প্রতিবাদের সেই সুর, প্রেমাতুর সেই আহ্বান,
উদ্দীপ্ত সেই স্পর্শ, উচ্ছ্বাসিত অনাবিল সেই হাসি
কখনো রৌদ্র মায়ার উত্তপ্ততা,
কখনোবা শ্রান্ত বিকেলের মেঘ-মেদুরতা,
কখনো মৌন রাত্রের গাঢ়তায় মুঠোফোনে-
তোমার কণ্ঠ, তোমার সেই হাসি।
আজ সময়ের কঠোর প্রকোষ্ঠের অপাশে
সেই পুরনো হাসি গেঁথে আছে বর্তমান হয়ে
একটি মলিন স্মৃতির ফ্রেমে।
আজ আমি বড় ক্লান্ত,
আজ আমার ছন্দরা দিকবিভ্রান্ত,
আজো অন্ধ সাম্যের চেতনা চোখ মেলতে চায়
বাস্তবায়িত বাস্তবের দৃষ্টি দিয়ে, তবু সেই চেতনার
সোপানে বাড়িয়ে দেয়া তোমার হাত-
আজ অদৃশ্যের গ্রাসে বিলীন।
সময়ের ভারে চেতনাও হয়তো ভারাক্লান্ত,
তাই এই প্রস্থান, শুধু বেঁচে থাকবে
তোমার আমার সেই ফেলে আসা অতীতে
কিছু দৃপ্ত শ্লোগানের ধ্বনি, তোমায় নিয়ে লেখা
কয়েকটি কবিতা, পুরনো কিছু স্পর্শ,
আর তোমার পুরনো হাসি...