প্রতিক্ষার অনাবিল মুহূর্তের দ্বারে,
খুঁজেছিনু তারে।
অদ্ভুত কোন এক নিকষ আধারের পরে
স্বপ্নালু আর শুভ্র এক ভোরে।
শুনেছি সেই গান
উদ্ভাসের আপ্লুত কলতান
বিষাদের অবসানে
বিচরণ আজ সুর আর গানে।
চেতনার প্রারম্ভিক কালে
বিদ্রোহের জাগরনি তালে
গেয়ে যাওয়া মুক্তির গান,
হবে আর্তের বিষাদ-অবসান।