ছয় নম্বর বাসের হেল্পারের মত অবিরাম ছুটন্ত জীবন,
একটু স্বপ্ন-জীবিকার খোঁজে,
তোমার ভালবাসার কৃপণ আলোর অনুসন্ধানে।
ঠিক যেমন চঞ্চল কাক
ডাস্টবিনের আস্তাকুরো ঘেঁটে বেড়ায়-
ক্ষুধার নিবারণে,
আমার দৃষ্টি গিলে খায় তোমার ঐ দুই ঠোঁট,
চিবুক , সুডৌল বক্ষদ্বয়-
আর বুকের ভেতরে অবহেলায় পড়ে থাকা
একটু ভাবনা, একটু অনুভব,
যাকে ভালোবাসা ঠিক বলা যায় না।
তবে এটাই আমার স্বপ্ন- জীবিকার সার্থক উপার্জন।