তুমি আছো  তাই শ্রাবণ আকাশ ভরে গেলো রোদ্দুরে
তুমি আছো  তাই শত শত গান ডায়েরীর পাতা জুড়ে।
তুমি আছো  তাই ধর্ম মন্ত্রী প্রেমের কবিতা পড়ে
তুমি আছো  তাই  পাড়ার নেতারা রাজপথ ছেড়ে ঘরে।

তুমি আছো  তাই স্নিগ্ধ শীতল অঙ্গার দহনে
তুমি আছো  তাই বিরাট কোহেলি মাঠ ছেড়ে প্যাভিলনে।  
তুমি আছো  তাই বর্ণমালা নিমেষে প্রেমের কাব্য  
তুমি আছো  তাই সন্যাসি ভাবে এবার যে ঘর বাঁধবো।

তুমি আছো  তাই আমার কবিতায় আজো বিপ্লবী ছন্দ
তুমি আছো  তাই মোল্লা-বামুন ভুলে যায় সব দ্বন্দ্ব।
তুমি আছো  তাই বসন্তরা আজো নতুনের সুর তোলে
তুমি আছো  তাই এখানেই থামি আবার লিখবো বলে।