দ্রোহের বৈভবে ভস্ম নিমেষে ভীষ্মের দিব্য শক্তি
সীমার ওপাশে বারংবার মুক্তির ক্রুদ্ধ হুংকার
রণেতে বিপ্লবের শিরস্ত্রাণ আর মুক্তি- চেতনার গাণ্ডীব
শোষণের বিরুদ্ধে উঠিত কণ্ঠের দৃপ্ত শ্লোগান যেন
কুরুক্ষেত্রের ঝংকৃত দুন্দুভিনিনাদ, মহাযুদ্ধের আহ্বান।
আছে মৃত্যু শোক, আছে আবহমান বঞ্চনার ক্রন্দন
তবু এ বিলাপ সহস্র বিপ্লবীর রুদ্র চেতনার অঙ্গীকার,
মুক্তি অথবা মৃত্যু, শোষণ কিংবা সাম্য।