আমাদের বর্তমান কবিদের কবিতায় যতটা প্রেম, আত্মনিমগ্নতা, আত্মনিমজ্জন, অ্যাবসারডনেস, বিষণ্ণতা ইত্যাদি বিষয় প্রাধান্য পায়, সমসাময়িক গন-অধিকার অভীপ্সা, গৌরবান্বিত স্বাধীনতার বর্তমান মুমূর্ষুতা, অহমিকার একুশে ফেব্রুয়ারি এসব কম প্রাধান্য পায়।
এটা ঠিক যে, চলচ্চিত্র আর উপন্যাসকে পেছনে ফেলে বাংলা কবিতা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বেশী মহিমান্বিত করেছে তার শব্দ- ছন্দ-ভাবে। কবিতার চেতনায় ৭১ এর প্রত্যাশা প্রাপ্তির অবস্থান, বর্তমান জিজ্ঞাসা, চলমান সময়ে সৃষ্ট অনুযোগ, বেদনার আর্তি প্রভৃতি বিষয় ফুটে উঠলে আমার মনে হয় বাংলা কবিতায় একাত্তর এর চেতনা আরও বেশী সমৃদ্ধ হবে।
আর ভাষা আন্দোলনের চেতনাকে শানিত করার জন্য ও লেখা আবশ্যক। কেননা ভাষার যুদ্ধই ছিল স্বাধীনতার প্রসব বেদনা ।