গাইবো না আর শব্দখেলায়
ছন্দ তানে গান
কণ্ঠ খেয়ায় জন্ম নিল
নিদারুণ অভিমান।
শত বাঙ্গালীর রক্ত শোকে
নির্মিত এই দেশ-
ঘৃণিত যুদ্ধাপরাধী দ্বারা
ক্ষয়িষ্ণু, নিঃশেষ।
অসার হলো দেশত্ববোধ
শত শহীদের বলিদান,
চেতনার বুকে পদাঘাত করে
কলুষিতদের জয়গান।
মুক্তির তেজদীপ্ত সূর্য
নিভু নিভু যায় অস্তে,
স্বাধীনতার মানহানি হলো
স্বার্থের কালো হস্তে।
লিখবনা আর কোনো কবিতা
মুক্তির সুর তুলে।
আগামী হবে পথভ্রষ্ট
ইতিহাস সব ভুলে।