ভালোবাসা মানে তোমাতে আমাতে আবেগের ঢেউ খেলা
তোমায় নিয়ে অকারণ শত কবিতা লিখে ফেলা।
ভালোবাসা মানে হৃদয় পটেতে তোমার ছবিটি আঁকা
কফির পেয়ালা ফুরিয়ে গেলেও মুখোমুখি বসে থাকা।
ভালোবাসা মানে মিছিলে মিছিলে দ্রোহের শব্দ বোনা
সাম্য স্বপ্নে বিভোর কবির উৎকণ্ঠিত যাতনা।
ভালোবাসা মানে তোমার ওষ্ঠে উষ্ণ চুমুর ছোঁয়া
ওড়না ঢাকা তোমার বুকে দৃষ্টি গ্রথিত হওয়া।
ভালোবাসা মানে গণসংগীতে জাগরনি সব গান
মাঝ রাত্রিতে মুঠোফোনে পাওয়া তোমার আওভান।
ভালোবাসা মানে অভিমান নিয়ে বুকে জমা করা নিকোটিন
বিপ্লবী বেশে দ্বিধাহীন বলা- ভালোবাসি তোমা সীমাহীন।।