অনাহুত সময়ের নিয়ত বৈরাগ্য আচরনে চেতনায় রক্তাক্ত ক্ষত,
যেন পুষ্ট শামুকের খোলস নিংড়ে নেয়া মাংসল শরীর।
কিছু যন্ত্রণা, কিছু অভিমান, কিছুটা মানবিক আকুতিতে
নিরন্তর প্রবহমান আবেগ হোঁচট খায় সময়ের বিবর্ণ বোধে।
যাপিত জীবনের প্রতিটি চেনা স্বরলিপি হয়তো বিস্মরণের
জালে অপরিচিত অথচ কাতরতাময় বিষাদের কাব্য।
নিষ্প্রাণ অট্টালিকার ইমারতময় দেহে জমা হওয়া সময়ের ফাটল
সময়ের বিরহী সাক্ষী হয়ে দাড়িয়ে অবিচল, চেনা অভিমানে।
কবেকার কোন চায়ের কাপে তৃপ্ত চুমুকে গ্রথিত মুহূর্ত আর
স্বপ্নময় বক্ষে স্পন্দিত শত কবিতার ধ্বনি সব পুড়ে পুড়ে অঙ্গার
সিগারেটের অ্যাশট্রেতে। চেতনার ক্লান্তিতে স্বপ্ন-ছন্দ আজ
নিকোটিনের ছাই ভস্ম হয়ে বিক্ষিপ্ত এদিকে ওদিকে।
এতকিছুর পরেও তিক্ত বিষাদ গায়ে মেখে এ মন যেন
তপ্ত পিচগলা রাস্তায় আনমনে গড়াগড়ি রত বেওয়ারিশ ধুলো ।
দুঃস্বপ্নে পদদলিত হয়ে পঙ্কিলময় সত্তার ভারে ক্লান্ত বোধ।