দীপান্বিতা, যাচ্ছে তো বেশ
সংসারেতে নিত্য সেবায়
আড়ালে কে শোক তরী বায়
কি লাভ তারে রেখে মনে
যাক হারিয়ে সংগোপনে
সুদুর নিরুদ্দেশ।
অনুমেয় অনুরাগে- প্রেমে
উঠুক ভরে মন
পূর্ণ এ জীবন
থাক না পরে নিছক হেলায়
আসল যেজন কোন অবেলায়
থাকুক স্মৃতির ফ্রেমে।
সবাই ছিল অনেক দামী
নিত্য আসা যাওয়া
কোত্থেকে এক দমকা হাওয়া
আনল ডেকে কোন সে তারে
ভাবলে যারে দুঃখ বাড়ে
দুঃখ মানেই আমি!
কেউ তো তবু থাকত বসে
শুধুই ভালবাসত
তোমার সুখে হাসত
তোমার শোকে কাঁদে
নীরব অবসাদে
সময়টা আজ হাসছে দেখো রোষে ।
যায় যে বেলা দেখতে পাচ্ছ কি তা !
ভাবছি তারে সবকটি ক্ষন
অস্থিরতায় জ্বলছি ভীষণ
তার মনেতে একটু খানি ঠাই !
অসীম প্রেমে সজীব হয়ে যাই
শুনতে কি পাও , ওহে দীপান্বিতা ।